স্মার্টফোনের চাহিদার সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে এয়ারবাড্স (Earbuds) এর বিক্রি। রাস্তা ঘাটে অডিও বা ভিডিও শোনার জন্য দরকার একটি ইয়ারফোন। বিশেষ করে এয়ারবাড্স এর বাজার এখন দ্রুত হারে বেড়ে চলেছে। আগে একটা সময় পাঁচ হাজার টাকার নিচে এয়ারবাড্স বিক্রি হতো না, এখন সেখানে আপনি মাত্র দুই হাজার টাকার (TWS under 1500) মধ্যেও ভালো মানের Bluetooth কলিং সহ TWS পেয়ে যাবেন।
আধুনিক সময়ে বাজারে স্টাইলিশ দেখতে ও ভালো ফিচারস সহ Earbuds অনেক কম দামে পাওয়া যায়। এর জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না।
তাহলে আসুন দেখে নেওয়া যাক ১৫০০ টাকার কম দামের মধ্যে সেরা কয়েকটি TWS মডেল (TWS under 1500)
Table of Contents
1. BOAT AUDIO 170
বাজারে যে যে কোম্পানি গুলির এয়ারবাড্স এর পরিমান দ্রুত হারে বেড়ে চলেছে তাদের মধ্যে Boat একটি জনপ্রিয় নাম। Boat কোম্পানির এয়ারবাড্স গুলির মধ্যে Boat Audio 170 অন্যতম (one of Best TWS under 1500 in 2024)।
এই এয়ারবাড্স টিতে রয়েছে IPX4 জল প্রতিরোধী ক্ষমতা, একটানা ৫০ ঘন্টা পর্যন্ত playtime. দারুন ডিসাইনের সাথে Wake ‘N’ Pair টেকনোলজি।এটিতে রয়েছে দ্রুত পেয়ারিং এর সাথে টাচ কন্ট্রোল ও ভয়েস সাপোর্ট। মাত্র ১০ মিনিটের চার্জিং এ ১০০ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
চলুন দেখে নেওয়া যাক BOAT AUDIO 170 এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.3
- সংযোগ পরিসীমা : 10 মি
- ব্যাটারি লাইফ : 50 ঘন্টা | চার্জ করার সময় : 1 ঘন্টা
- চার্জের প্রকার – C চার্জিং পোর্ট
স্বপক্ষে | বিপক্ষে |
১. ভালো বিল্ট কোয়ালিটি | ১. EMC ভালো নয় |
২. কম্প্যাক্ট এবং টেকসই | ২. Noise Cancellation নেই |
৩. ভালো সাউন্ড কোয়ালিটি |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon)
Also Read :- 10 Best 5G smartphone under 25000 in Bengali
2. BOAT AUDIO 141
Boat ব্র্যান্ডটির এয়ারবাড্স নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না। এই ব্রান্ডটি ভারতীয় বাজারে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। সাধারণত এই ব্র্যান্ডটির এয়ারবাড্স গুলির দাম একটু বেশি হয় বাকি কোম্পানি গুলির তুলনায়। কিন্তু এই দারুন এয়ারবাড্স টি আপনি খুব কম মূল্যের মধ্যে পেয়ে যাবেন।
বোট এয়ারবাড্স টি সমস্ত রকম স্মার্টফোনে ও ট্যাবলেটের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এটিতে পারেন ৪২ ঘন্টা প্রজন্ত playtime, ENX টেকনোলজি সহ Quick রেসপন্স এর সুবিধা। ১০ মিটারের রেঞ্জ সহ নতুন সময়ের Bluetooth ভার্সন।
চলুন দেখে নেওয়া যাক BOAT AUDIO 141 এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.1
- সংযোগ পরিসীমা : 10 মি
- ব্যাটারি লাইফ : 42 ঘন্টা | চার্জ করার সময় : 1 ঘন্টা
- চার্জের প্রকার – C চার্জিং পোর্ট
স্বপক্ষে | বিপক্ষে |
১. হালকা ও ফ্যাশনেবল | ১. গেমিং এর জন্য উপযুক্ত নয় |
২. দাম অনেক কম, অনেক ফিচার ও স্পেসিফিকেশন আছে | ২. বিল্ট কোয়ালিটি খুব ভালো না হলেও এই দামের মধ্যে খুবই ভালো |
৩. দ্রুত চার্জিং ও ভালো ব্যাটারি ব্যাকআপ |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon)
3. NOISE BUDS VS401
Noise কোম্পানী এই আধুনিক সময়ে ভারতীয় ইলেকট্রনিক্স এর বাজারে এক বিরাট প্রভাব বিস্তার করেছে। Noise কোম্পানী উন্নত মানের এয়ারবাড্স ও তৈরী করতে সক্ষম। অন্যান্য ব্র্যান্ড গুলির তুলনায় এই ব্র্যান্ড এর এয়ারবাড্স গুলির দাম একটু কম।
এই এয়ারবাড্সটি যেকোনো মোবাইল ও ট্যাবলেটের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম। প্রায় ৫০ ঘন্টা ধরে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন। এই এয়ারবাড্টিতে দ্রুত চার্জিং এর সুবিধা আছে যা মাত্র ১০ মিনিটের চার্জিং এ ২০০ মিনিট পর্যন্ত সময় প্রদান করে।
চলুন দেখে নেওয়া যাক NOISE BUDS VS401 এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.3
- সংযোগ পরিসীমা : 10 মি
- ব্যাটারি লাইফ : 50 ঘন্টা | চার্জ করার সময় : 1 ঘন্টা
- চার্জের প্রকার – C চার্জিং পোর্ট
স্বপক্ষে | বিপক্ষে |
১. Bass কোয়ালিটি খুব ভালো | ১. সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নয় |
২. 50 ঘন্টা ব্যবহারের ক্ষমতা | ২. কলিং কোয়ালিটি মোটামুটি |
৩. দ্রুত চার্জিং সাপোর্ট করে |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart) (Noise) (Croma)
Also Read :- 10,000 এর নিচে 5টি Best Android Smartphone 2023
4. BOAT AUDIO 121 V2
Boat এয়ারবাড্স এর দুনিয়ায় Boat audio 121V2 এয়ারবাড্স টি একটি দারুন আধিপত্য স্থাপন করেছে। প্রায় ৫০ ঘন্টা প্লেব্যাক সময়ের সাথে দারুন সাউন্ড কোয়ালিটি দিতেও প্রস্তুত। এয়ারবাড্স টি USB type C সাপোর্ট করে (one of Best TWS under 1500 in 2024)।
ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাথে দুর্দান্ত মানের কলিং ফিচারস ও দেওয়া হয়েছে এই এয়ারবাড্স টিতে।
চলুন দেখে নেওয়া যাক BOAT AUDIO 121 V2 এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.0
- সংযোগ পরিসীমা: 10 মি
- ব্যাটারি লাইফ : 50 ঘন্টা | চার্জ করার সময় : 1 ঘন্টা
- চার্জের প্রকার : C চার্জিং পোর্ট
স্বপক্ষে | বিপক্ষে |
১. বেশ ছোট ও হালকা | ১. মোটামুটি সাউন্ড কোয়ালিটি |
২. Bluetooth রেঞ্জ খুব ভালো | ২. ডুয়াল পেয়ারিং সাপোর্ট করে না |
৩. Siri ও Google অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে | |
৪. ভালো audio কোয়ালিটি | |
৫. ভালো মানের বিল্ট কোয়ালিটি |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (TATACliq)
5. BOULT AUDIO Y1
অন্যান্য এয়ারবাড্স কোম্পানি গুলির সাথে সাথে Boult ও ভারতীয় এয়ারবাড্স এর মার্কেটে এক অদূর প্রভাব ফেলেছে। বাকি কোম্পানি গুলির সাথে তাল মিলিয়ে বোল্ট কোম্পানি এর এয়ারবাড্স গুলির দামও যথেষ্ট কম (one of Best TWS under 1500 in 2024)।
এয়ারবাড্স টিতে দ্রুত পেয়ারিং এর সাথে টাচ কন্ট্রোল ও ভয়েস সাপোর্ট পেয়ে যাবেন। মাত্র ১০ মিনিটের চার্জিং এ ১০০ মিনিট পর্যন্ত ব্যবহার করার সুযোগ রয়েছে।
চলুন দেখে নেওয়া যাক BOULT AUDIO Y1 এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.3
- সংযোগ পরিসীমা : 10 মি
- ব্যাটারি লাইফ : 50 ঘন্টা
- ফাস্ট চার্জিং : লাইটনিং বোল্ট type C
স্বপক্ষে | বিপক্ষে |
১. ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি | |
২. Fast চার্জিং সাপোর্ট করে | |
৩. নরম ও আরামদায়ক | |
৪. ভালো মানের ব্যাটারি লাইফ |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Myntra) (Flipkart) (TATACliq) (Croma) (Boult)
Also Read :- 15000 এর নিচে Best 5 টি Printer 2023
6. BOULT AUDIO Z40
Boult Audio Z40 এয়ারবাড্স টিও কম দামের মধ্যে একটি ভালো এয়ারবাড্স। এটিতে রয়েছে খুব উন্নত মানের সাউন্ড কোয়ালিটি যা আপনার গেম খেলতে ও সাথে সাথে কলিং এর মাহাত্মকে আরো বাড়িয়ে তুলবে। 5.3 Bluetooth ভার্সনের এই গ্যাজেটটি ১০ মিটার পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে (one of Best TWS under 1500 in 2024)।
মাত্র ২ ঘন্টা চার্জিং এ আপনি পেয়ে যাবেন ৬০ ঘন্টা পর্যন্ত ব্যবহার ক্ষমতা। শুধুমাত্র ১০ মিনিটের চার্জের বিনিময়ে আপনি পেয়ে যাবেন ১০০ মিনিটের ব্যবহারের সুবিধা।
চলুন দেখে নেওয়া যাক BOULT AUDIO Z40 এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.3
- সংযোগ পরিসীমা : 10 মি
- ব্যাটারি লাইফ : 60 ঘন্টা
- 60 ঘন্টা ব্যাটারি লাইফ
- চার্জিং : লাইটনিং Type-C fast চার্জিং
- 10 মিনিট চার্জ = 100 মিনিট playtime
- IPX5 জল প্রতিরোধী
স্বপক্ষে | বিপক্ষে |
১. নকশা ও আরামদায়ক | ১. ডুয়াল পেয়ারিং সাপোর্ট করে না |
২. ভালো মানের Audio কোয়ালিটি | |
৩. Built কোয়ালিটি উন্নত মানের |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart) (TATACliq) (Croma) (Boult) (Myntra)
7. NOISE BUDS VS102 PRO
আমরা Noise buds VS401 রিভিউ এ বলেছিলাম যে Noise কোম্পানী বর্তমান সময়ে ভারতীয় ইলেকট্রনিক্স এর বাজারে এক বিরাট প্রভাব বিস্তার করেছে কম দামে উন্নত মানের এয়ারবাড্স তৈরীর জন্য। Noise কোম্পানির এয়ারবাড্স গুলির মধ্যে আরো একটি জনপ্রিয় নাম হলো Noise Buds VS102 pro (one of Best TWS under 1500 in 2024).
চলুন দেখে নেওয়া যাক NOISE BUDS VS102 PRO এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.3
- সংযোগ পরিসীমা : 10 মি
- ব্যাটারি লাইফ : 70 ঘন্টা
- চার্জের প্রকার – C চার্জিং পোর্ট
- নয়েজ Cancellation : আছে (25dB পর্যন্ত নয়েজ বাতিল করে)
- Quad Mic সহ ENC
স্বপক্ষে | বিপক্ষে |
১. দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ও আরামদায়ক | ১. টাচ কন্ট্রোল একটু slow |
২. ব্যাটারি লাইফ ভালো | ২. কলিং ফিচারস ভালো নয় |
৩. ভালো মানের bass আছে |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart) (Croma) (Myntra) (Noise)
8. PTRON GOMAX TWS
ভারতীয় বাজারে boat, boult কোম্পানির সাথে সাথে PTron কোম্পানির এয়ারবাড্স গুলিও তাল মিলিয়ে দ্রুত হারে বেড়ে চলেছে। প্রধানত ভালো gaming পারফরমেন্সের জন্য এই কোম্পানির এয়ারবাড্স গুলির প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে।
এটি একটি Bluetooth 5.3 সহ ওয়্যারলেস হেডফোন, Tru-Talk AI-ENC, এবং বাক্সের সাথে 36 ঘন্টার ব্যবহারের সুবিধা। অত্যন্ত ভালো স্টেরিও সাউন্ড এবং ডিপ bass এর জন্য 13 মিমি ড্রাইভার এবং স্টেরিও কলের জন্য built-in HD মাইক্রোফোন রয়েছে। কলিং এবং music এর জন্য রয়েছে মাল্টি-ফাংশন বোতাম।
চলুন দেখে নেওয়া যাক PTRON GOMAX TWS এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.3
- ব্যাটারি লাইফ : 36 ঘন্টা
- চার্জের প্রকার – C চার্জিং পোর্ট
- নয়েজ Cancellation : আছে
- Quad Mic সহ ENC
স্বপক্ষে | বিপক্ষে |
১. শব্দের গুণমান মোটামুটি | ১. বাক্সের মান ভালো নয় |
২. খুব ভালো সংযোগ স্থাপন করতে পারে | |
৩. ব্যাটারি লাইফ ভালো | |
৪. দুর্দান্ত Built কোয়ালিটি | |
৫. গেম খেলা, দৌড়ানো ও কাজ করার জন্য উপযুক্ত |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart)
9. REALME TECHLIFE BUDS T100
Realme সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই কারণ এই কোম্পানিটি মোবাইল ফোনের সাথে সাথে TWS বিক্রিতে অনেক সুনাম অর্জন করেছে। তার সাথে সাথে ভারতীয় বাজারে Realme প্রোডাক্টের বিক্রি বাড়ছে যেটা দেখে বলাই যায় যে, কোম্পানিটি দ্রুত প্রোডাক্টের বিচারে ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছে।
চলুন দেখে নেওয়া যাক REALME TECHLIFE BUDS T100 এর খুঁটিনাটি সবকিছু
- মাইক : আছে
- Bluetooth ভার্সন : 5.3
- সংযোগ পরিসীমা : 10 মি
- ব্যাটারি লাইফ : 28 ঘন্টা | চার্জ করার সময় : 1.5 ঘন্টা
- দ্রুত চার্জিং – 120 মিনিট প্লেব্যাকের জন্য 10 মিনিট চার্জ
- গুগল ফাস্ট পেয়ার
- IPX5 জল প্রতিরোধী
- Realme অ্যাপ সমর্থন করে
স্বপক্ষে | বিপক্ষে |
১. AI সহ Noise Cancellation | ১. গেমিং মোডটি খুব ভালো নয় |
২. 10 মিনিটের চার্জিং এ 100 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা | |
৩. খুব সহজেই মোবাইল বা ট্যাবলেট এর সাথে কানেক্ট হয়ে যেতে পারে |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart) (TATACliq) (Croma) (Myntra)