বর্তমান সময় দাঁড়িয়ে SMARTPHONE এর চাহিদা যে হারে বেড়ে চলেছে তাতে বলাই বাহুল্য যে স্মার্টফোন মানুষের মনে এক সুদূর প্রভাব ফেলেছে। আর এই স্মার্টফোনের বাজারে বিভিন্ন কোম্পানি তাদের খুবই কম দামে, দুর্দান্ত ফিচারস এর সাথে LAUNCH করছে তাদের নিজস্ব স্মার্টফোন।
তাই আপনি যদি মাত্র ১৫০০০ টাকার মধ্যে (smartphone under 15000) ভালো বৈশিষ্ট্য, দারুন ক্যামেরা যুক্ত ও ভালো প্রসেসর এর সাথে একটি স্মার্টফোন পেতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
তাহলে আসুন দেখে নেওয়া যাক ১৫০০০ টাকার মধ্যে ৫টি ভালো Smartphone (smartphone under 15000)
1. REDMI 12 5G
১৫ হাজার টাকা বাজেটের মধ্যে (smartphone under 15000) ভালো মোবাইল গুলির তালিকার মধ্যে আপনি পাবেন Redmi 12 5G . 5000mAh সহ এই Android স্মার্টফোনটিতে রয়েছে 90Hz এর রিফ্রেশ রেট ও 6.79 ইঞ্চির FULL HD+ ডিসপ্লে। প্রসেসর থাকছে Snapdragon 4 Gen 2. অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ANDROID 13.
Redmi এর এই মডেলটিতে আপনারা পাবেন 4GB, 6GB এবং 8GB-র আলাদা আলাদা RAM সহ ৩টি ভেরিয়েন্ট। এতে স্টোরেজ থাকছে 128GB এবং 256GB.
এক নজরে দেখেনিন REDMI 12 5G এর খুঁটিনাটি সবকিছু
- প্রসেসর: Snapdragon 4 Gen 2 । Android 13 প্রসেসর
- ডিসপ্লে: 17.24cm FHD+ 90Hz Adaptive Sync ডিসপ্লে
- ক্যামেরা: 50MP AI প্রাইমারি ডুয়াল ক্যামেরা । 8MP সেলফি ক্যামেরা
- ব্যাটারি: 5000mAh ব্যাটারি ও 22.5W চার্জার
স্বপক্ষে | বিপক্ষে |
১. ভালো performance ও ডিজাইন | ১. ১৮W চার্জার সাপোর্ট করে |
২. Value For Money | ২. সাউন্ড কোয়ালিটি ভালো নয় |
৩. ব্যাটারি দীর্ঘ সময় চলে | |
৪. ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart) (Croma)
Also Read :- Best SMARTWATCH under 1500 | 1499 টাকার নিচে 10 টি সেরা SMARTWATCH 2024
2. Redmi 13C 5G
১৫ হাজার টাকা দামের মধ্যে (smartphone under 15000) Redmi 13C 5G একটি দারুন Android স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট। খুব কম বাজেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 50MP AI Dual ক্যামেরা এবং 5MP এর ফ্রন্ট ক্যামেরা।
Redmi এর এই মডেলটিতে আপনারা 4/6/8 GB RAM এবং 128/256 GB স্টোরেজের তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 6100+ এবং 5000mAh এর ব্যাটারি। এই ফোনটিতে আরো পাচ্ছেন 16GB RAM এবং 8GB virtual স্টোরেজ।
এক নজরে দেখেনিন REDMI 13C 5G এর খুঁটিনাটি সবকিছু
- প্রসেসর: MediaTek Dimensity 6100+ 5G SoC | 8GB of RAM including 4GB virtual
- ডিসপ্লে: 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট
- ব্যাটারি: 5000mAh ব্যাটারি
- ক্যামেরা: 50MP AI Dual ক্যামেরা
স্বপক্ষে | বিপক্ষে |
১. ভালো পারফরমেন্স | ১. ডিসপ্লে কোয়ালিটি ভালো নয় |
২. 5G কানেক্টিভিটি | ২. সাউন্ড কোয়ালিটি মোটামুটি |
৩. ব্যাটারি দীর্ঘ সময় চলে |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart) (Croma)
Also Read :- 1500 টাকার নিচে 9টি সেরা TWS | Best TWS under 1500 in 2024
3. POCO M2 PRO
Poco M2 Pro এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির FULL HD+ ডিসপ্লে এবং 60Hz রিফ্রেশ রেট। ফোনটিতে ব্যবহার হয়েছে Qualcomm Snapdragon 720G processor, এছাড়াও রয়েছে ANDROID 10 অপারেটিং সিস্টেম।
Poco M2 Pro তে পাবেন 48+8+5+2 MP এর প্রাইমারি ক্যামেরা, পেছনের ক্যামেরায় পাচ্ছেন 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে যার মধ্যে আপনারা পাচ্ছেন 1080p/720p রেজোলিউশন 30fps এ। POCO M2 Pro এ একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এক নজরে দেখেনিন POCO M2 PRO এর খুঁটিনাটি সবকিছু
- প্রসেসর: Qualcomm Snapdragon 720G প্রসেসর
- ডিসপ্লে: 16.94cm (6.67 inch) Full HD+ ডিসপ্লে
- ক্যামেরা: 48MP+8MP+5MP+2MP প্রাইমারি ক্যামেরা | 16MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 5000mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি
- স্টোরেজ: 4/6 GB RAM | 64 GB ROM | Expandable Up To 512 GB
স্বপক্ষে | বিপক্ষে |
১. ভালো মানের প্রসেসর | ১. 5G সাপোর্ট করে না |
২. দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart)
Also Read :- 15000 এর নিচে Best 5 টি Printer 2024
4. IQOO Z7S 5G
IQOO Z7S 5G মোবাইলটি আপনারা পাবেন শুধুমাত্র 6GB এর ভেরিয়েন্টের। সাথে থাকছে 128GB স্টোরেজ।
এছাড়াও Smartphone টিতে রয়েছে 6.38 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। প্রসেসর দেওয়া হয়েছে Snapdragon 695 এবং সাথে থাকছে একটি 6nm শক্তি সাশ্রয়ী প্রক্রিয়া যা কম শক্তি খরচ করবে এবং ব্যাটারির আয়ু বাড়াবে যা আপনার গেমিং এ দেবে এক ভালো অভিজ্ঞতা । অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 ও সঙ্গে রয়েছে 64MP + 2MP এর প্রাইমারি ক্যামেরা ও 16MP এর ফ্রন্ট ক্যামেরা ।
এক নজরে দেখেনিন IQOO Z7S 5G এর খুঁটিনাটি সবকিছু
- প্রসেসর: Snapdragon 695 5G প্রসেসর
- ডিসপ্লে: 6.38 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
- ক্যামেরা: 64MP+2MP প্রাইমারি বোকে ক্যামেরা, 16MP ফ্রন্ট (সেলফি)ক্যামেরা
- ব্যাটারি: 4500mAh ব্যাটারি
- চার্জার: 44W Flash চার্জ
স্বপক্ষে | বিপক্ষে |
১. ভালো বিল্ট কোয়ালিটি | ১. ব্যাটারি দ্রুত হারে কমে |
২. Value For Money | |
৩. দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart)
Also Read :- 10 Best 5G smartphone under 25000 in Bengali
5. MOTOROLA G34 5G
১৫ হাজার টাকা বাজেটের মধ্যে (smartphone under 15000) Motorola G34 5G একটি অন্তত ভালো Android Smartphone। এই গ্যালাক্সি স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন 6.50 ইঞ্চির HD+ ডিসপ্লে এর সাথে ও থাকছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000mAh এর ব্যাটারি।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ব্যবহৃত হয়েছে Snapdragon 695 5G প্রসেসর। অপারেটিং সিস্টেম থাকছে Android 13 ।
Android Smartphone টিতে ক্যামেরা সেটআপ হিসেবে দেওয়া হয়েছে 50MP এর প্রাইমারি ক্যামেরা এবং 16MP এর ফ্রন্ট সেলফি ক্যামেরা। Motorola G34 5G ফোনের মোট দুটি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে – 4GB RAM + 128GB এবং 8GB RAM + 128GB।
এক নজরে দেখেনিন MOTOROLA G34 5G এর খুঁটিনাটি সবকিছু
- প্রসেসর: Snapdragon 695 5G প্রসেসর
- স্টোরেজ: 4/8GB RAM | 128GB ROM | Up to 1TB MicroSD Card Expandable
- ডিসপ্লে: 6.50 ইঞ্চির HD+ ডিসপ্লে | 120Hz রিফ্রেশ রেট
- ক্যামেরা: 50MP Rear ক্যামেরা| 16MP Front ক্যামেরা
- ব্যাটারি: 5000mAh লিথিয়াম পলিমার
স্বপক্ষে | বিপক্ষে |
১. ভালো বিল্ট কোয়ালিটি | |
২. Value For Money | |
৩. ব্যাটারি সাউন্ড কোয়ালিটি |
বর্তমান দাম দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন – (Amazon) (Flipkart)
Also Read :- 10,000 এর নিচে 5টি Best Android Smartphone 2023
Helpful, thanks