আজকের পোস্টে, আমরা দেখব কীভাবে WhatsApp call block করবেন (how to block WhatsApp call)। WhatsApp একটি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ এখানে আপনি chat, ছবি, ভিডিও document share করার সাথে সাথে video এবং audio কল করতে পারেন।
কিন্তু কখনও কখনও লোকেরা অকারণে WhatsApp call করে বিরক্ত করে অথবা যেকোনো অচেনা number থেকে অপ্রয়োজনীয় call আসতে থাকে। আপনি চাইলে এই কলগুলি বন্ধ করতে পারেন যাতে কেউ আপনাকে কল করে বিরক্ত না করে৷
Table of Contents
এই পোস্টে সেই বিষয়ে আমরা কথা বলবো, আসুন সময় নষ্ট না করে আমরা দেখেনি WhatsApp calll block করার সহজ উপায়ে:-
কীভাবে WhatsApp call block করবো?
WhatsApp calll block করা খুবই সহজ। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির call block করবো কি সব অচেনা নম্বরের call block করবো।
কীভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তির call block করবো?
- নির্দিষ্ট কোনো ব্যক্তির call block করার জন্য প্রথমে আমাদের সেই ব্যক্তির চ্যাট open করতে হবে।
- তারপর উপরে ডানদিকে কোনে three dot button-এ ক্লিক করতে হবে। এবং অবশেষে More option-এ ক্লিক করে Block করতে হবে।
- এর ফলে সেই ব্যাক্তিটি আপনাকে কোনোরকম চ্যাট বা কল করতে পারবে না।
এবার আমরা দেখে নেবো কীভাবে সব অচেনা নম্বরের call block করবো?
- সমস্ত অচেনা নম্বরের call block করার জন্য আমরা WhatsApp ওপেন করেই ডানদিকে কোনে three dot button-এ ক্লিক করবো।
- তারপর setting-এ ক্লিক করে privacy option-এ ক্লিক করবো।
- তারপর page scroll করে calls option-এ ক্লিক করবো।
- এবার এখানে আমরা silence unknown callers option-টি on করে দেব।
- এর ফলে আর কোনো অচেনা নম্বর থেকে কল আসবেনা।
আজকের এই পোস্ট থেকে আমরা শিখলাম কীভাবে WhatsApp call block করবো। আপনাদের post-টি ভালো লাগলে আপনি আমাদের website-এর আরও পোস্ট পড়তে পারেন এবং আমাদের পোস্ট ছাড়ার সাথে সাথে update পেতে notification on করতে পারেন।
Learn Python Free for Beginners in Bengali 2023