Flipkart অফিসিয়াল ভাবে জানিয়েছে যে 14 ই জানুয়ারি থেকে Flipkart Republic day ধামাকা অফার শুরু হবে।
অফার থাকবে ফোন, টিভি, home appliances , electronics এবং আরও অনেক কিছুর উপর।
অফারটি কিন্তু সীমিত সময়ের জন্যে 14 ই জানুয়ারি থেকে 19 জানুয়ারি অবধি তাই বেশি দেরি না করে প্রস্তুত থাকুন।
যদিও Flipkart Plus members রা 13 জানুয়ারি মানে এক দিন আগে থেকে অফার টি পাবেন ।
ICICI Bank 10 পার্সেন্টেজ instant discount দিচ্ছে credit অথবা debit card দিয়ে লেনদেনের উপর।
এই সময়কাল জুড়ে, গ্রাহকরা অসংখ্য পণ্যে নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা নিতে পারেন ,অতিরিক্ত ডিসকাউন্ট সুপারকয়েনের মাধ্যমে পাওয়া যাবে ।
ফ্লিপকার্ট ফোনগুলির জন্য নির্দিষ্ট দাম প্রকাশ করেনি, তবে জনপ্রিয় ফোনগুলির উপর ছাড় নিশ্চিত করেছে।
ফ্লিপকার্ট এখনো পর্যন্ত সমস্ত ডিলের উপর নির্দিষ্ট দাম প্রকাশ করেনি, তবে এটি জনপ্রিয় ফোনগুলির উপর ছাড় নিশ্চিত করেছে।iPhone 15, iPhone 14, iPhone 13, iPhone 12, Google Pixel 8, এবং Pixel 7a-এর মতো বেশ কিছু ডিভাইসে ছাড় পাওয়া যাবে।
অন্যান্য ফোন যেমন Samsung Galaxy S21 FE 5G, Galaxy S22 5G, Galaxy F34 5G, Vivo T2 Pro, Vivo T2x, POCO X5, Realme 11, Redmi 12, Moto Edge 40 Neo, Moto G34 5G, OPPO, Reno এবং আরও অনেক কিছু কম দামেও পাওয়া যাবে।