গত বছর ভারতে Honor 90 37,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
Amazon Great Republic Day sale-এ এই স্মার্টফোনটি 20,000 টাকার কমে পাওয়া যাবে।
Amazon Prime members-দের জন্য Amazon Great Republic Day sale একদিন আগে শুরু হয়েছে।
Amazon Great Republic Day sale 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে।
Honor 90 8/256GB ভেরিয়েন্ট 28,999 এবং 12/512GB ভেরিয়েন্ট 30,999 টাকায় পাওয়া যাচ্ছে।
এর উপরে Amazon দিচ্ছে 6,000 টাকা কুপন ছাড়।
তারও উপর ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI-এ আরও 3,750 টাকা ছাড়।
এর ফলে ফোনটির দাম কমে 19,249 টাকার দাঁড়াবে।
বাক্সে কোনও চার্জার নেই, তবে Amazon-র তরফ থেকে বিনামূল্যে একটি 30W অ্যাডাপ্টার পাবেন।