বাজেটের সেরা স্মার্ট ফোন Itel A70 : এক ঝলকে দেখে নিন Itel A70 র specification

বাজেট স্মার্টফোন তৈরির জন্য সুপরিচিত কোম্পানি itel ভারতের বাজারে 3 january 2024 তাদের নতুন স্মার্টফোন হিসাবে itel A70 লঞ্চ করেছে দাম মাত্র 6299/-।

মডেলটি চারটি রঙের সাথে দেখা যাবে, যেমন Field Green, Azure Blue, Brilliant Gold এবং Starlish Black

এই ফোনে 720 x 1612 পিক্সেলের রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6  ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে।

এই মোবাইলটিতে 13MP primary camera এবং secondary Ai lence সহ dual camera সেটআপ থাকছে।

এই মোবাইলটিতে সেলফি ক্যামেরা হিসেবে 8MP Primary Camera ব্যবহার করা হয়েছে।

এটিতে উন্নতমানের প্রসেসর Unisoc T603 Octa core chipset ব্যবহার করা হয়েছে এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে PowerVR GE8322 GPU রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য itel A70 ফোনে 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ফোনটি তিনটি স্টোরেজ অপশনে সেল করা হবে। 4GB + 64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 6,299 টাকা। 4GB + 128GB মডেল 6,799 টাকা এবং 4GB + 256GB মডেল 7,299 টাকা রাখা হয়েছে।