Add Me to Google Search ব্যবহার করে কীভাবে Google People Card তৈরি করবেন | Easy Bengali | 2024

Google People Card সাহায্য করে ব্যক্তিগতভাবে যারা নিজেদের ছোট ব্যবসা শুরু করেছে তাদের নাম অথবা তাদের ব্যবসার সম্পূর্ণ তথ্য Google Search এর মাধ্যমে সকলের সামনে তুলে ধরে। এরকম ছোট ছোট তথ্য গুগলের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যেতে পারে এবং বর্তমান সময়ে এটি আরো সুবিধাজনক হয়ে উঠেছে কারণ এখন সকলের কাছে ইন্টারনেট পরিষেবা উপলব্ধ। এই ব্লগে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনার Google কার্ড তৈরি করবেন এবং সাথে পাবেন এটি ব্যবহারের সম্পূর্ণ নির্দেশিকা।

Google People Card তৈরি করতে যেগুলি প্রয়োজন 

  • People Card শুধুমাত্র আপনারা দেখতে পাবেন মোবাইল ফোনের থেকে কোনোরকম Web অথবা PC এর থেকে আপনারা দেখতে পাবেন না।
  • এটি আপনারা ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট কিছু দেশে যেমন হল ভারত, কেনিয়া, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
  • এবং এটিকে দেখার জন্য আপনাকে বিশেষত Google Search এ ল্যাঙ্গুয়েজ বা ভাষা ইংরেজি অথবা হিন্দিতে সেট করে রাখতে হবে। 
  • এটি তৈরি করার জন্য দরকার হবে আপনার একটি অ্যাক্টিভ Google Account এবং একটি ফোন নাম্বার (যা আপনারা আগে কখনো কোনো People Card এ ব্যবহার করেননি)।

Also Read :- কেন Instagram আপনার ভিডিওকে Compress করে ? | How to Upload High-quality Video on Instagram Easy Way 2024

Add Me to Google Search ব্যবহার করে কীভাবে Google People Card তৈরি করবেন | Easy Bengali | 2024

কিভাবে আপনারা Google People Card তৈরি করবেন Google সার্চ এ 

যদি উপরে উল্লেখিত সকল প্রয়োজনীয়তাগুলি আপনি পূরণ করেছেন এবং মোবাইল ফোনের দ্বারাই Google একাউন্টে লগইন আছেন তাহলে নিম্নলিখিত পদ্ধতিটি অনুসরণ করুন :

  • স্টেপ 1 : মোবাইল ফোনের গুগল সার্চ এ গিয়ে সার্চ করুন “Add me to Search”.
  • স্টেপ 2 : নিচে স্ক্রল করুন যতক্ষণ না আপনারা “Add yourself to Google search” এই অপশনটি খুজে পাচ্ছেন।
  • স্টেপ 3 : “Get started” এ ক্লিক করুন।
  • স্টেপ 4 : আপনার পরিচয় যাচাই করতে প্রথমে মোবাইল নাম্বারটি দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার সকলের কাছে দৃশ্যমান থাকবে না যতক্ষণ না আপনি এটাকে People Card এ দেখাতে চাইছেন।
  • স্টেপ 5 : এরপরের পেজে আপনাকে আপনার সম্পর্কে কিছু সাধারণ তথ্য পূরণ করতে হতে পারে যেমন আপনার নাম, আপনার অবস্থান,আপনার শিক্ষা, আপনার চাকরি, যদি আপনার কোন সোশ্যাল একাউন্ট থেকে থাকে সেটা এবং এছাড়াও আপনাকে দিতে হবে E-mail ও ফোন নাম্বার।
  • স্টেপ 6 : সকল তথ্য পূরণের পর “Preview” option টিতে গিয়ে সেখানে একবার দেখে নেবেন আপনার সকল তথ্য ঠিকঠাক পূরণ করেছেন কিনা। সব দেখে নেওয়া হয়ে গেলে তখন “Submit” option এ ক্লিক করবেন।

Google বলে সাধারনত এটি পূর্ণ হতে কয়েক ঘন্টা সময় নেয় কিন্তু যদি আপনার নামের সাথে অন্য কোন নামের মিল হয় অথবা আপনার নাম কোন বিখ্যাত ব্যক্তির সাথে মেলে তখন আপনাকে আপনার নামের জন্য suffix ব্যবহার করতে হবে যা আপনাকে আপনার আলাদা কাজের মাধ্যমে চিহ্নিত করবে।

Also Read :- কীভাবে WhatsApp অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন 5 Hidden Trick

কিভাবে আপনারা Google People Card গুগল সার্চ এ Edit করবেন 

  • স্টেপ 1 : প্রথমে আপনাকে Google Search এ যেতে হবে এবং Search এর আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনি People Card এর সাথে লগইন করা গুগল একাউন্ট থেকে সার্চ করছেন।
  • স্টেপ 2 : Google Search এ সার্চ করুন “Edit my People Card”.
  • স্টেপ 3 : গুগল সার্চে আপনার People Card- টি এলে তার ওপরে “Edit” অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
  • স্টেপ 4 : সেখানে আপনি আপনার সকল তথ্যের নিচে এক একটা জায়গা দেখতে পাবেন সেই তথ্যের মধ্য যদি কোন ভুল থাকে বা আপনার কোথাও কোন রকম পরিবর্তনের ইচ্ছা থাকে সেটি সেখান থেকে ঠিক করতে পারেন। 
  • স্টেপ 5 : এরপরে নিচে থাকা “Review” বাটনটিতে ক্লিক করুন।
  • স্টেপ 6 : চেক করে নিন আপনার তথ্য যেখানে আপনি পরিবর্তন করেছেন সেটি দেখাচ্ছে কিনা এবং সেটি যদি দেখে থাকেন এর পরে “Save” অপশনটিতে ক্লিক করুন।

কিভাবে আপনার Google People Card গুগল সার্চ থেকে অপসারণ করবেন  

  • স্টেপ 1 : গুগল সার্চ এ সার্চ করুন “Edit my People Card”.
  • স্টেপ 2 : গুগল সার্চে আপনার “People Card”- টি এলে তার ওপরে “Edit” অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
  • স্টেপ 3 : সেখানে আপনি আপনার সকল তথ্যের নিচে একটা জায়গা দেখতে পাবেন সেই তথ্যের মধ্য যদি কোন ভুল থাকে বা আপনার কোথাও কোন রকম পরিবর্তনের ইচ্ছা থাকে সেটি সেখান থেকে ঠিক করতে পারেন। কিন্তু আপনাকে সেটি না করে আরও নিচের দিকে স্ক্রল করতে হবে।
  • স্টেপ 4 : নিচের দিকে আপনারা Preview বাটনটি দেখতে পাবেন তারই নিচে নীল রংয়ের একটি লাইনে দেখতে পাবেন “Remove my search card from Google”.

Also Read :- How to Block WhatsApp Call? কীভাবে WhatsApp call block করবেন Easy steps? 2024

 Google People Card কি?

Google People Card হল একটি ভার্চুয়াল ভিজিটিং কার্ড যার মাধ্যমে আপনি আপনার তথ্য কে গুগল সার্চে সকলের উপরে রাখতে পারবেন অথবা এক কথায় বলতে পারেন আপনি যদি আপনার কোন তথ্য সকলের কাছে তুলে ধরতে চান গুগল সার্চের মাধ্যমে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। উপরে উল্লেখিত ব্লগে আপনারা জানতে পারবেন Google Card কিভাবে তৈরি করতে পারেন।

আমি আমার People Card এ কোন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি Add করতে পারি?

আপনি আপনার Google পিপল কার্ড এ আপনার তথ্য সম্পূর্ণ করার জন্য আপনি আপনার যে কোন সোশ্যাল মিডিয়া একাউন্ট Add করতে পারেন যেমন Facebook , Linkedin , Instagram , Youtube এবং এছাড়াও আরো এরকমই সোশ্যাল মিডিয়া একাউন্ট যেখানে Search করা ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে পারে অথবা আপনার কাজ দেখতে পারে।

 কেন আমি Google search – এ পিপল কার্ড Add করতে পারছি না?

Google পিপল কার্ড ব্যবহার করতে প্রথমত আপনাকে আপনার জায়গা সম্পর্কে জানতে হবে আপনি কোন দেশ থেকে Google পিপল কার্ড ব্যবহার করতে চাইছেন এবং কোন ভাষায় আপনি সেটা ব্যবহার করছেন, এর সম্পূর্ণ তথ্য আপনি আমাদের এই ব্লগে পেয়ে যাবেন।

 Google-এ আমার পিপল কার্ড বজায় রাখার জন্য কিছু টিপস কী কী?

সময়ের সাথে সাথে যেমন আপনার বয়স, চাকরি অথবা আপনার শিক্ষার যদি কিছু পরিবর্তন আসে সে ক্ষেত্রে আপনি আপনার বর্তমানের তথ্য Google People কার্ডে আপডেট করতে পারেন। যদি আপনি সেই তথ্য গুগল পিপল কার্ডে বর্তমান সময়ের সাথে আপডেট না করেন তাহলে Google আপনার অ্যাকাউন্ট কে Inactive ধরে নেয় অনেক সময় ধরে তথ্য পরিবর্তন অথবা আপডেট না করার কারণে। তাই সময়ের সাথে সাথে আপনার উচিত আপনার তথ্যকে Google পিপল কার্ডে আপডেট করা।

 আমার পিপল কার্ড গুগল সার্চে দেখা যাচ্ছে না কেন?

আপনি যদি অনেক সময় ধরে Google People কার্ডে আপনার কোনরকম তথ্য আপডেট না করে থাকেন সে ক্ষেত্রে Google আপনার আর কার্ডটিকে Inactive ধরে নেয় অথবা এই সিদ্ধান্তে আসার আগে আপনাকে দেখে নিতে হবে আপনি ঠিক Google একাউন্ট এর সাথে লগইন করেছেন কিনা করেছেন।

 কোন দেশে গুগলে Add me to Search ফিচার আছে?

ভারত, কেনিয়া, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই দেশ গুলিতে Add me to Search ফিচার আপনারা পাবেন।

 Add me to Google Search গুরুত্ব কী?

Add me to Google Search এর গুরুত্ব হল এর মাধ্যমে আপনি আপনার তথ্য অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারেন খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে। যদি আপনার কোন রকম ব্যবসা থাকে সেটা আপনি অনেকের কাছে পৌঁছে দিতে পারেন অথবা যদি আপনার নিজস্ব তথ্য অনেকের কাছে পৌঁছে দিতে হয় সেক্ষেত্রেও আপনি গুগল সার্চ এর সুবিধা নিতে পারেন।

Leave a Comment