আপনি যদি আপনার পুরোনো ডিভাইস বিক্রি করার কথা ভেবে থাকেন তাহলে ওই স্মার্টফোনের বয়স জানাটা (Check Age of Your Phone) আপনার অবশ্যই জরুরি। এই তথ্যটি ব্যবহারকারীকে তার স্মার্টফোনের জন্য একটি দারুন Deal পেতে সাহায্য করতে পারে। আপনার মোবাইলের বয়স পরীক্ষা এবং নির্ধারণ করার জন্য এখানে কয়েকটি সহজ পদ্ধতির কথা বলা হয়েছে, যেমন প্যাকেজিং পরীক্ষা, Third-party বিভিন্ন App ব্যাবহার করা এবং যেকোনো Manufacturing Code ইনপুট করে যাচাই করা।
Table of Contents
রিটেল বক্স বা মোবাইলের সম্পূর্ন বিবরণ দেখে
আপনার মোবাইলের বয়স নির্ধারণ করার জন্য সবথেকে সুবিধা জনক ও শ্রেষ্ঠ উপায় হলো মোবাইলের রিটেল Box বা মোবাইলের সম্পূর্ন বিবরণ চেক করা। স্মার্টফোন বা মোবাইলের বাক্সের পিছনে থাকা মোবাইলের উৎপাদনের তারিখ দেখে ব্যবহারকারী তার ফোনের বয়স কত হতে পারে তা জানতে পারেন।
যদি আপনি মোবাইল ফোনের বাক্সটি খুঁজে না পান তাহলে নিচে উল্লিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন।
মোবাইলের সেটিংস এর মাধ্যমে Check Age of Your Phone
প্রথমে আপনার মোবাইলের “Settings” App এ যেতে হবে এবং “About phone” নামক Option এ ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন Manufacturing date বা এর সমতুল্য কিছু শব্দ, সেখানে ক্লিক করে আপনি নিজের স্মার্টফোনের বয়স দেখতে পারবেন।
E-commerce ওয়েবসাইটগুলিতে অর্ডার Date দেখে
আপনি যদি E-commerce সাইট থেকে যেমন Flipkart বা Amazon থেকে আপনার মোবাইল সংগ্রহ করে থাকেন তাহলে আপনার নিজস্ব একাউন্টে login করে সেখানে থাকা “Order” Section চেক করুন। সেখান থেকে আপনার ফোনের বিভিন্ন বিষয় সহ ডেলিভারীর তারিখ দেখে আপনি ধারণা করতে পারবেন ফোনটি কত পুরোনো।
বিভিন্ন Third-party App ব্যবহার করে Check Age of Your Phone
বিভিন্ন App রয়েছে যা অনেক স্মার্টফোনের সিস্টেম এর সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলি ব্যবহারকারীকে দেখায়।
আপনার যদি একটি Android মোবাইল ফোন থেকে থাকে, তাহলে Google play store থেকে Phone info নামে একটি App ইনস্টল করুন। এরপর App টিকে ওপেন করুন এবং উপস্থিত থাকা ডিভাইস বিভাগে যান এবং সেখানে আপনি আপনার ডিভাইসটি কবে উৎপাদন হয়েছিল তার ব্যাপারে জানতে পারবেন যা আপনাকে ফোনের বয়স সংক্রান্ত ধারণা দেবে।
Also Read: https://techinbengali.com/best-5g-smartphone-under-15000/
Manufacturing Date ব্যবহার করে Check Age of Your Phone
যদি আপনি ওপরের দেওয়া তথ্যগুলি থেকে এখনো মোবাইল ফোনের বয়স জানতে না পারেন তবে মোবাইল ফোনের Dial Pad খুলে নিচে দেওয়া কোডগুলি সেখানে Dial করে চেষ্টা করতে পারেন যা আপনার স্মার্টফোন তৈরির তারিখ খুঁজে পেতে সাহায্য করবে।
- *#197328640#*
- *#*#197328640#*#*
- *#0000#
অবশ্যই মনে রাখতে হবে যে এই পদ্ধতিটি প্রতিটি মোবাইল ফোনের জন্য কার্যকর নাও হতে পারে।
Google এর মাধ্যমে বয়স নির্ধারণ করে
আপনি যদি আপনার মোবাইল ফোনের সম্মন্ধে আসল বয়স সম্পর্কে কোনো ধারণা বা তথ্য পেতে অক্ষম হয়ে থাকেন তাহলে আপনি যা করতে পারবেন সেটি হলো Google কে অবলম্বন করা এবং সেখান থেকে অনলাইন এ যে তথ্য পাওয়া যাবে সেটিকে সংগ্রহ করা। এর মাধ্যমে আপনি আপনার মোবাইলের অফিসিয়াল লঞ্চ এর তারিখটি জানতে পারবেন।
FAQs
আমরা কিভাবে একটি স্মার্টফোনের বয়স নির্ধারণ করতে পারি?
কোনো Android ফোন এবং iPhone এর উভয়ই আপনার Device এর জন্মতারিখ সম্মন্ধে সঠিক ধারণা দিতে পারেনা। তবে আপনি যদি নিজস্ব ফোন থেকে নিজের গুগল একাউন্ট বা Apple ID পুনরায় সেট বা মুছে না ফেললে Android এর জন্য আপনি প্রথমবার কবে সেখানে sign-in করেছেন এবং iPhone এর জন্য এই একই পদ্ধতি জারি থাকে।
Android এর ক্ষেত্রে ফোনের settings > manage google account > security > tap on your device এ ক্লিক করুন। সেখানে আপনি দেখতে পাবেন আপনার ডিভাইস এর প্রথম উৎপাদনের তারিখ। iPhone এর ক্ষেত্রে ফোনের সেটিংস চালু করুন এবং cellular অপসন এ যান শেষ Reset তারিখটি পরীক্ষা করতে। আপনি যদি কখনো কোনো Reset করেন , তবে iPhone টি সক্রিয় হওয়ার সময় সর্বশেষ তারিখটি দেখাবে।
iPhone এর IMEI নম্বর ব্যবহার করে কি ফোনের বয়স জানা যায়?
IMEI নম্বর ব্যবহারের দ্বারা iPhone এর বয়স নির্ধারণ করার জন্য Apple এর তরফ থেকে কোনোরকম অফিসিয়াল উপায় না থাকলেও, আপনি ফোনের বয়স জানার জন্য IMEI তথ্যের মতো Third-party ওয়েবসাইট গুলিতে প্রবেশ করে সেগুলি জানতে পারেন।