web development বা wed designing এ HTML ল্যাঙ্গুয়েজটির এর গুরুত্ব অপরিসীম। আজকে আমরা এই পোস্টে আলোচনা করব যে HTML কি এবং এটি কোথায় ব্যবহৃত হয় ?
Table of Contents
সবার প্রথমেই আমাদেরকে জানতে হবে –
HTML এর পূর্ণরূপ কি ? ( Full from of HTML)
হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ (Hypertext Markup Language)
ওয়েব পেজ কাকে বলে ? ( What is web page ? )
ওয়েবপেজ হলো একটি HTML ডকুমেন্ট যেটিকে আমরা ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করতে পারি যেটির মধ্যে টেক্সট , ইমেজ এমনকি ভিডিও ছাড়াও আরো কিছু থাকতে পারে।
A webpage is a single HTML document accessible via the internet and viewed using a web browser. It may include various elements such as text, images, videos, and more.
ওয়েবসাইট কি ? ( What is website ? )
ওয়েবসাইট হলো এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি , যেটার মধ্যে টেক্সট , ইমেজ ভিডিও এবং আরো ইন্টারেক্টিভ এলিমেন্ট থাকতেই পারে | তাহলে একটি ওয়েবসাইটের মধ্যে নিঃসন্দেহে এক বা একাধিক ওয়েবপেজ থাকতে পারে।
A website is a collection of interconnected web pages that are hosted on a server and accessible via the internet. It typically includes a variety of content such as text, images, videos, and interactive elements.
Also Read :- Learn Basic UI and UX in Easy Bengali 2024
কিভাবে একটি ওয়েব Request ব্রাউজার থেকে সার্ভারে যায় ? ( How a web request works from the browser to the server? )
এখন আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমরা যখন আমাদের ওয়েব ব্রাউজারে কিছুকে সার্চ করি –
ধরা যাক, আমরা ওয়েব ব্রাউজারে example.com খুঁজতে চাইছি আমাদের example.com browser থেকে এই Request সার্ভারে যাবে আমাদের সার্ভার সবার first যে কাজটা করবে আমাদেরকে index.html নামের একটি ফাইল রেসপন্স করবে। তারপরে index.html ফাইলটি আমাদের ওয়েব ব্রাউজারে দেখা যাবে যেটিকে আমরা সরাসরি স্ক্রিন এ দেখতে পাচ্ছি ।
HTML সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ( Some important information about HTML )
- HTML কিন্তু কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ❌
- HTML হলো একটি মার্কআপ(MARK-UP) ল্যাঙ্গুয়েজ ✅
- বর্তমান সময় যে ভার্সনটি চলছে সেটি হল HTML 5
- HTML এর element গুলি ওয়েব ব্রাউজারকে বলে যে কীভাবে content কে ওয়েবসাইট বা ওয়েবপেজ এ দেখাতে হবে।
HTML কোথায় ব্যবহৃত হয় ? ( Uses of HTML )
Structuring Content
সবার ফার্স্টেই আমরা দেখছি এইচটিএমএল ব্যবহার করে আমরা একটি ওয়েব পেজের শুধুমাত্র স্ট্রাকচার তৈরি করতে পারি আমরা সিরিয়াসের নেক্সটে জানব কিভাবে অন্য আরেকটি মার্কআপ ল্যাংগুয়েজ সিএসএস শিখে এই পেজগুলিকে স্টাইল করতে পারি। ডেভেলপমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হল এইচটিএমএল দিয়ে আমরা শুধুমাত্র একটি ওয়েব পেজে স্ট্রাকচার তৈরি করি, নেক্সট আমরা দেখবো
Creating Webpage
HTML ব্যবহার করে আমরা একটি ওয়েবপেজ তৈরী করতে পারি।
Embedding Multimedia
HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা বেশ কিছু মাল্টিমিডিয়া অর্থাৎ ভিডিও, অডিও এমনকি ছবি আমাদের ওয়েব পেজে যুক্ত করতে পারি।
Hyperlinking
হাইপার লিংকিং এর মাধ্যমে আমরা একটি পেজের সাথে অন্য পেজটিকে যুক্ত করতে পারি।
Forms and User Input
HTML ব্যবহার করে ফর্ম তৈরি করতে পারি | ফর্ম মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি সেই সময় আমাদের কাছে sign up / login এর একটা ফর্ম খোলে সেই ফর্মটা কিন্তু আমরা HTML ব্যবহার করে তৈরি করতে পারি।
HTML এর জন্য কি কি সফটওয়্যারের প্রয়োজন রয়েছে ? ( What are the Software Requirements for HTML ? )
- প্রথম সফটওয়্যার : কোড এডিটর ( code editor ) Example – Notepad , VS Code Editor
- দ্বিতীয় সফটওয়্যার : ওয়েব ব্রাউসার ( web browser ) Example – Chrome , Firefox , Safari , Microsoft Edge .
Sample Html Code
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="UTF-8">
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
<title>Document</title>
</head>
<body>
<h1> Hello World !!</h1>
</body>
</html>
HTMLF.A.Q
html এর পূর্ণরূপ কি ?
Hypertext Markup Language.
what is html ?
HTML কিন্তু কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ❌ HTML হলো একটি মার্কআপ(MARK-UP) ল্যাঙ্গুয়েজ ✅ HTML ব্যবহার করে আমরা একটি ওয়েব পেজের শুধুমাত্র স্ট্রাকচার তৈরি করতে পারি |
বর্তমানে html এর কোন version চলছে ?
বর্তমান সময় HTML এর যে ভার্সনটি চলছে সেটি হল HTML 5 |
vs code কি ?
vs code হলো একটি কোড এডিটর।
এককথায় ওয়েবপেজ (webpage) বলতে কি বোঝায় ?
ওয়েবপেজ হলো একটি HTML ডকুমেন্ট যেটিকে আমরা ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করতে পারি যেটির মধ্যে text , image , video ছাড়াও আরো কিছু থাকতে পারে।
এককথায় ওয়েবসাইট (website) বলতে কি বোঝায় ?
ওয়েবসাইট হলো এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি , যেটার মধ্যে text , image ভিডিও এবং আরো ইন্টারেক্টিভ এলিমেন্ট থাকে|
Also Read :- Learn Python Free for Beginners in Bengali 2023
এই পোস্টটি পড়ে আপনাদের মূলবান মতামত জানাতে আমাদের কমেন্ট করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্ধিধায় জিজ্ঞেসা করুন। আমরা চেষ্টা করবো যতো দ্রুত সম্ভব উত্তর দেবার।
ধন্যবাদ!!