What is a Smart Ring in Easy Bengali? How Does a Smart Ring Work? 2024

Smart Watch-এর পর আধুনিক wearable (পরিধানযোগ্য) টেকনোলজির উদাহরণ হল Smart Ring। এটি পরিধানযোগ্য প্রযুক্তির ভবিষ্যৎ। Smart Ring বিগত দশ বছর ধরে বাজারে আছে। 

Amazon এবং Apple -এর মতো বিশাল কোম্পানির এতে আগ্রহ দেখে Smart Ring এখন trending বিষয়ে হয়ে উঠেছে। তার ফলে নতুন নতুন startup এই শিল্পে প্রবেশ করছে। তাই বেশি সময় নষ্ট না করে আজকের পোস্ট শুরু করি।

What is a Smart Ring?

স্মার্ট রিং হল একটি আংটির মতো যা আপনি আপনার আঙুলে পরেন, তবে এটি একটি আধুনিক প্রযুক্তির পরিধানযোগ্য ডিভাইস। এটি প্রধানত দৈনিক কার্যকলাপ (যেমন Sleep Monitoring, Fitness Tracking ইত্যাদি) ট্র্যাক করার জন্য এবং সেই তথ্যটি মোবাইলে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। 

তাই স্মার্ট রিং-এর অধিকাংশ অংশে চিপ আর sensor থাকে। এটি smart watch আর fitness band-এর বিকল্প হয়ে উঠে এসেছে। এক কথায় এটি হল একটি ছোট Smart Watch যা আপনি আপনার আঙুলে পড়তে পরেন।

What Does a Smart Ring Do?

আমরা এই ছোট যন্ত্রটি বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারি। স্মার্ট রিং মুখ্যভাবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ব্যবহার করা হয়। কিন্তু এটি স্বাস্থ্যের সাথে সাথে বিভিন্ন বিষয়ে খুবই কার্যকর যেমন অনলাইনে পেমেন্ট করা, কোনো নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় প্রবেশ করা এবং যেকোনো কাজ sensor দ্বারা করা সম্ভব সেটি করতে পারবে।

আসুন দেখি স্মার্ট রিং-এর কিছু দৈনন্দিন জীবনে ব্যবহার :-

  • Sleep Monitoring :- এটি আপনার ঘুমের উপর নজর রাখে। আপনি কতক্ষণ ঘুমালেন, ঘুমের গুণমান কেমন, ঘুমে ব্যাঘাত ঘটে ইত্যাদি। এটি আপনার ঘুমের তথ্য দেখে ফলাফল প্রদান করে।
  • Notifications :- এটি ভাইব্রেশন এবং আলোর মাধ্যমে আপনার প্রয়োজনীয় notifications, messages ও alerts ইত্যাদি দেখাতে সক্ষম।
  • Fitness Tracking :- স্মার্ট রিং আপনার প্রতিদিনের শারীরিক ক্রিয়াকলাপ ট্র্যাক করতে পারে। যেমন আপনার হৃৎস্পন্দন নিরীক্ষণ করা, আপনি কতটা steps এবং কতটা দূরত্ব হেঁটেছেন, কতটা ক্যালোরি ক্ষয় করেছেন ইত্যাদি।
  • Payments :- এর সাহায্যে আপনি ওয়ালেট বা ফোন বের না করে ক্যাশলেস টাকা প্রদান করতে পারেন। এই পদ্ধতিটি বিভিন্ন দেশে ব্যবহার শুরু হয়ে গেছে।
  • Unlock Things :- এটি আপনি চাবির পরিবর্তে ব্যবহার করতে পারেন। স্মার্ট রিং-এর সাহায্যে আপনি দরজা, কম্পিউটার, গাড়ি ইত্যাদি সহজেই unlock বা খুলতে পারবেন।
  • Control Devices :- স্মার্ট রিং-এর উপর স্পর্শ করে আপনি বিভিন্ন ধরনের smart device কন্ট্রোল করতে পারবেন।
How Does a Smart Ring Work

How Does a Smart Ring Work?

স্মার্ট রিং-এ একটি নয় বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে। এর প্রত্যেকটি পার্ট খুবই জরুরি ভূমিকা পালন করে। যেমন NFC চিপ, সেন্সর, ব্লুটুথ চিপ, ব্যাটারি, মাইক্রোকন্ট্রোলার ইত্যাদি।

আসুন বিষয়টি একটু সরল করি :- 

  • Sensors :- স্মার্ট রিং-এর ভিতরে ছোট ছোট সেন্সর থাকে যা এটিকে সমস্ত জিনিস বুঝতে বা ডিটেক্ট করতে সাহায্য করে। 
  • Connectivity :- এটি Bluetooth-এর মাধ্যমে আপনার ফোন, কম্পিউটার ইত্যাদি সাথে সংযুক্ত বা কানেক্ট করে।
  • Power :- এর ভেতরে power-এর জন্য ছোট ব্যাটারি ব্যবহার করা হয়। 
  • Touch :-  কিছু স্মার্ট রিংগুলিতে একটি টাচপ্যাড থাকে যার সাহায্যে শুধু স্পর্শ করে স্মার্ট device control করা যায়। 

Smart Ring Advantages and Disadvantages

স্মার্ট রিং-এ কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে :- 

সুবিধাঅসুবিধা
দৈনিক জীবনের কার্যকলাপ ক্রমাগত ট্র্যাক করার জন্য এটি ভালো এবং এটি আরামদায়ক বিকল্প।এর কাজ করার ক্ষমতা smart watch-এর থেকে কম উন্নত।
এটি smart watch ও fitness band থেকে কম শক্তি খরচ করে।স্মার্ট রিং-এর আকার ছোট হওয়ার ফলে এর ব্যাটারি life কম।
কম জায়গার মধ্যে এতো features থাকার ফলে এটিকে খুব উন্নত দেখায়।স্মার্ট রিং-এর দাম তুলনামূলকভাবে অনেক বেশি।
ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুসারে এটি কাস্টমাইজ করতে পারেন।এটি কিছু মানুষের আঙুলের জন্য আরামদায়ক নাও হতে পারে। কেনার সময় কোন size-এর কিনবেন সেটি অসুবিধাজনক।

সহজ ভাষায় স্মার্ট রিং-এ সুবিধার সাথে সাথে অসুবিধাও আছে তাই এটি একজন ব্যক্তির জন্য উপযুক্ত কিনা তা সেই ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে।

Also Read :- 10,000 এর নিচে 5টি Best Android Smartphone 2023

FAQ

How to charge a smart ring?

স্মার্ট রিং-এর বাক্সে নির্দিষ্ট একটি charger থাকে যার উপর রিংটি রাখলে সেটি charge হবে।

What does a smart ring do?

স্মার্ট রিং অনলাইনে পেমেন্ট করা, কোনো নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় প্রবেশ করা এবং যেকোনো কাজ sensor দ্বারা করা সম্ভব সেটি করতে পারে।

How to turn on a smart ring?

বিভিন্ন ধরণের স্মার্ট রিং-এর জন্য আলাদা নিয়ন থাকে তাই আপনি এটি user manual দেখে করুন।

Best Smart Ring in India 

Also Read :- 10 Best 5G smartphone under 25000 in Bengali

Leave a Comment

iQOO Neo9 Pro 5G শীঘ্রই ভারতে আসতে চলেছে realme GT 5 Pro, সাথে রয়েছে দুর্দান্ত ফিচারস Infinix NOTE 40 pro 5G launched in India with best features ১৫০০০ এর নিচে এটিই সবার সেরা বাজেট স্মার্ট ফোন , Redmi Note 12 5g ভারতে খুব তারাতারি লঞ্চ হতে চলেছে ২০,০০০ এর নিচে Vivo T3x 5G স্মার্ট ফোনটি , এক ঝলকে দেখে নিন কি কি থাকছে ?
iQOO Neo9 Pro 5G শীঘ্রই ভারতে আসতে চলেছে realme GT 5 Pro, সাথে রয়েছে দুর্দান্ত ফিচারস Infinix NOTE 40 pro 5G launched in India with best features ১৫০০০ এর নিচে এটিই সবার সেরা বাজেট স্মার্ট ফোন , Redmi Note 12 5g ভারতে খুব তারাতারি লঞ্চ হতে চলেছে ২০,০০০ এর নিচে Vivo T3x 5G স্মার্ট ফোনটি , এক ঝলকে দেখে নিন কি কি থাকছে ?